Tuesday, June 18, 2019

Source tax of Sanchayapatra increase | সঞ্চয়পত্রের মুনাফার উপর উৎস কর বেড়েছে


চলতি বছরের বাজেটে (২০১৮-২০১৯) সঞ্চয়পত্রের মুনাফার উপর উৎস কর ৫% থেকে বাড়িয়ে ১০% করা হয়েছেএই বর্ধিত উৎস কর ১লা জুলাই ২০১৯ থেকে কার্যকর করা হবে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বাজেট পেশের আগে বলেছিলেন, সঞ্চয়পত্রের সুদের হারে কোন প্রকার পরিবর্তন করা হবে না এবং তিনি তার কথা রেখেছেন কিন্তু মুনাফার উপর উৎস কর ৫% থেকে বাড়িয়ে ১০% করার কারনে গ্রাহক বিপত্তির মুখে পড়েছেনউল্লেখ্য যে, আগে ২০১৬ সাল পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার উপর ১০% হারে উৎসে কর কেটে রাখা হতো

বর্তমানে সঞ্চপত্রের মুনাফার হার নিম্নরুপঃ
 



জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারাও বলছেন, ১০ শতাংশ উৎসে কর ১ জুলাই থেকেই কার্যকর হবে যাঁরা এখনো মুনাফার টাকা তোলেননি এবং যাঁরা ৫ শতাংশ উৎসে কর দিয়েই মুনাফার টাকা তুলতে চান, তাঁদের উচিত হবে ৩০ জুনের মধ্যেই তা তুলে ফেলা সে ক্ষেত্রে তাঁদের বাড়তি কর দিতে হবে না





উৎস কর দ্বিগুন করার কারনে সমাজে নিম্ন এবং মধ্যবিত্ত নাগরিকের সঞ্চয়পত্র থেকে আয় কমে যাবে বর্ধিত কর এনবিআর ব্যংক থেকে বুঝে নেবে



সঞ্চয়পত্রের কেনাবেচার ব্যবস্থাপনা আধুনিকায়নের কাজ চলছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ যে ‘জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু করছে, তাতে সঞ্চয়পত্রের বিক্রি, মুনাফা ও নগদায়নের তথ্য পাওয়া সম্ভব হবে



সঞ্চয়পত্রের কেনাবেচার ব্যবস্থাপনা আধুনিকায়নের কারনে এখন থেকে গ্রাহকগনকে নতুন করে সঞ্চয়পত্র কিনতে গেলে টিআইএন (TIN) নম্বর দিতে হবেTIN ছাড়া কোনভাবেই সঞ্চয়পত্র কেনা যাবে না


বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও চারটি সম্ভাবনার কথা বলেছেন এগুলো হচ্ছে, জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে সঞ্চয়পত্র কেনার ঊর্ধ্বসীমা নিয়ন্ত্রণ করা যাবে, গ্রাহকের আসল ও মুনাফা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ করা সম্ভব হবে, সরকারের আর্থিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা নিশ্চিত হবে এবং এ খাতে সরকারের সুদ ব্যয় কমে আসবে

No comments:

Post a Comment