Wednesday, May 29, 2019

Wage earners development bond for NRB | ওয়েজ আনার্স ডেভেলপমেন্ট বন্ড


ওয়েজ আনার্স ডেভেলপমেন্ট বন্ড:

প্রবাসী বাংলাদেশীরা তাঁদের বিদেশে অর্জিত আয় থেকে বৈদেশিক মুদ্রা স্বদেশে প্রেরণ করে বাংলাদেশ টাকায় ওয়েজ আর্নাস ডেভেলপমেন্ট বন্ডে পাঁচ বছর মেয়াদী বিনিয়োগ করতে পারেন।

১০০০, ৫০০০, ১০০০০, ২৫০০০, ৫০০০০ ও ১০০০০০ টাকা মূল্যমানে এই বন্ড ক্রয় করা যেতে পারে।পুনঃ নবায়নযোগ্য এই বন্ডের উপর আকর্ষনীয় হারে টাকায় মূনাফা অর্জিত হয়, বর্তমান হার বার্ষিক ১২% (১৪/১১/২০০০ তারিখে), মূনাফার অর্থ বাংলাদেশে ব্যাবহার্য।

মেয়াদপূর্তির আগে বন্ড ভাঙ্গানো হলে হ্রাসকৃত হারে মূনাফা প্রযোজ্য হয়। পঁচিশ হাজার টাকা বা ততোধিক মূল্যের ওয়েজ আনার্স ডেভেলপমেন্ট বন্ডের সঙ্গে অতিরিক্ত কোন ব্যয় ব্যতিরেকে মৃত্যু ঝুঁকি বীমার সুবিধা রয়েছে।

বিনিয়োগের আসলের অর্থ বিদেশে বৈদেশিক মুদ্রায় অবাধ প্রত্যাবাসনযোগ্য।

বন্ডের উপর অর্জিত সুদ বাংলাদেশে করমুক্ত। বিনিময় হার ঝুঁকি সত্বেও মুনাফা হারের কারনে এবং মৃত্যু ঝুঁকি বীমার সুবিধার কারনে ওয়েজ আনার্স বন্ডে বিনিয়োগ বন্ডধারীর জন্য লাভজনক ও স্বার্থানুকূল দাঁড়ায়।

ওয়েজ আনার্স ডেভেলপমেন্ট বন্ড ক্রয়ের জন্য বাংলাদেশ সরকারের জাতীয় সঞ্চয় বিভাগ, বিদেশে কার্যরত বাংলাদেশী ব্যাংকের শাখা এবং বাংলাদেশ দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। 


NRB Bond Communication Unit
Debt Management Department
27th Floor, 2nd Annex Building
Bangladesh Bank, Head Office
Motijheel C/A, Dhaka-1000, Bangladesh
Phone: +880-2-9530190
PABX: +880-2-9530010-75, Ext.: 3296, 3285 & 3272
Fax: +880-2-9530205, e-mail: nrb.info@bb.org.bd
www.bb.org.bd
 





No comments:

Post a Comment