অর্থ মন্ত্রনালয়
থেকে জারিকৃত চিঠিতে জাতীয় সঞ্চয় অধিদপ্তরকে প্রাতিষ্ঠানিক সঞ্চয়পত্র ক্রয়ের বিধিনিষেধ
অনুসরন প্রসঙ্গেঃ
সূত্রঃ স্মারক নং- ০৭.০০.০০০০.০০০.৯৯.১৫৬.১৬.১৮.১৭০;
তারিখঃ ০৬.০৫.২০১৯
বাজেট অনুবিভাগ-১, বাজেট
অধিশাখা-৩
অর্থ মন্ত্রনালয়, অর্থ
বিভাগ
জাতীয় সঞ্চয়স্কীম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম
থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায় যে, বিভিন্ন প্রতিষ্ঠানের এমপ্লয়িজ প্রভিডেন্ড
ফান্ডের নামে বড় অংকের অর্থ সঞ্চয়পত্রে বিনিয়োগ করা হচ্ছে। কিন্তু সঞ্চয়পত্র বিধিমালা
১৯৭৭ এর বিধি ৫ এর উপবিধি ৫ অনুযায়ী কর কমিশনার কতৃক প্রত্যয়ন গ্রহনপূর্বক “আয়কর বিধিমালা
১৯৮৪(পার্ট-II)” এ সংজ্ঞায়িত স্বীকৃত ভবিষ্যৎ তহবিলের অর্থ দ্বারা এবং একই বিধির উপবিধি-৬
অনুযায়ী উপকর কমিশনারের প্রত্যয়ন সাপেক্ষে “আয়কর আধ্যাদেশ ১৯৮৪” এর ৬ষ্ঠ তফসিলের প্যারাগ্রাফ-৩৪
এ বর্নিত নির্দ্দিষ্ট কৃষিভিত্তিক কয়েকটি ফার্মের আয় দ্বারা ৫-বছর মেয়াদী বাংলাদেশ
সঞ্চয়পত্র ক্রয় করা যাবে।সঞ্চয়পত্রের উচ্চ সুদের হারের কারনে প্রাতিষ্ঠানিক তহবিল দ্বারা
যাতে সঞ্চয়স্কিম ক্রয়ের ক্ষেত্রে সুযোগের অপব্যবহার না করা হয় সে বিষয়টি নিবিড়ভাবে
তদারকি করা হচ্ছে।
No comments:
Post a Comment